রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সূচনা

সূচনা

  • রাজশাহী বিশ্ববিদ্যালয় (Rajshahi University) বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন এবং বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি।
  • এটি রাজশাহী শহরে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
  • রাবির প্রতিষ্ঠাতা মাদার বখশের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): অবিভক্ত বাংলার প্রাদেশিক আইন পরিষদ সদস্য (এমএলএ) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম প্রতিষ্ঠাতা মাদার বখশ্- এর ৫৫তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২০ জানুয়ারি)।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য– ড. ইতরাৎ হোসেন জুবেরী।
  • রাজশাহী জেলায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
  • “প্রাচ্যের ক্যামব্রিজ” খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার গুণগত মান এবং গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ সম্মান অর্জন করেছে।

ক্যাম্পাস

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রায় ৭৫২ একর জমির উপর অবস্থিত, যা সবুজে ঘেরা এবং আধুনিক সুযোগ-সুবিধা
  • সম্বলিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন এবং ঢাকা-রাজশাহী মহাসড়কের নিকটবর্তী হওয়ায় ক্যাম্পাসে যাতায়াত
  • অত্যন্ত সহজ। বর্তমানে এখানে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন, যারা বিভিন্ন বিভাগে স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণা পর্যায়ের শিক্ষা গ্রহণ করছেন।

 

বিশ্ববিদ্যালয়ের অনুষদ  এবং বিভাগ

  • বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদ এবং প্রায় ৫৯টি বিভাগ রয়েছে, যেখানে বিজ্ঞান, কলা, ব্যবসা শিক্ষা, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, এবং আইনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষাদানের জন্যই নয়, বরং গবেষণার ক্ষেত্রেও খ্যাতিমান। বিশ্ববিদ্যালয়টি গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞান এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা

  • এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চার সুযোগও রয়েছে।
  • বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
  • প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
  • শিক্ষা ও গবেষণায় উচ্চমান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়টি নিয়মিত নতুন পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশের উচ্চশিক্ষায় এই বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ নাম।
  • আরও তথ্যের জন্য এবং বিভিন্ন বিভাগের বিশদ বিবরণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।

 

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনপ্রিয় ব্যক্তিত্ব ড. মোহাম্মদ শামসুজ্জোহার প্রাণের বিনিময়ে স্বাধিকার সংগ্রামের ইতিহাসে যুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম।
  • প্রক্টর হিসেবে শান্তিরক্ষার দায়িত্ব পালনরত ড. জোহা ছাত্রদের মিছিলকে সংযত রাখার চেষ্টা করেছিলেন, চেষ্টা করছিলেন তার প্রাণপ্রিয় ছাত্ররা যাতে পশ্চিমা শাসক চক্রের লেলিয়ে দেয়া সশস্ত্র বাহিনীর আক্রমণের শিকার না হয়।
  • কিন্তু ওদের বর্বর আক্রোশ মুহূর্তে বিদীর্ণ করে তার বুক। ড. জোহার মৃত্যুতে সারাদেশ বিক্ষোভে ফেটে পড়েছিল।
  • প্রতিবাদে টলে উঠেছিল আইয়ুব খানের গদি, পতন হয়েছিল সেই স্বৈরশাসকের।
  • তারই ফলে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির পথের একটি ধাপ পেরিয়ে এসেছিল মুক্তিকামী বাঙালী।
  • বাঙালীর মনে অধ্যাপক জোহা বেঁচে আছেন শহীদ জোহা হিসেবে।
  • মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্বেই বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে প্রাণ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ হবিবুর রহমান, শহীদ [মীর আবদুল কাইয়ুম], শহীদ সুখরঞ্জন সমাদ্দার।
  • অকথ্য নির্যাতন ভোগ করেছিলেন গণিত বিভাগের শিক্ষক মজিবর রহমান।
  • এছাড়া আরও ত্রিশ জন ছাত্র, কর্মচারী-কর্মকর্তাও মুক্তিযুদ্ধে শহীদ হন।

Share Article:

Shohidul Islam

Writer & Blogger

Considered an invitation do introduced sufficient understood instrument it. Of decisively friendship in as collecting at. No affixed be husband ye females brother garrets proceed. Least child who seven happy yet balls young. Discovery sweetness principle discourse shameless bed one excellent. Sentiments of surrounded friendship dispatched connection is he. Me or produce besides hastily up as pleased. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Jaidul Islam

Jaidul Islam CEO of Rajshahi Mirror

Jaidul Islam

Content Creator

Endeavor bachelor but add eat pleasure doubtful sociable. Age forming covered you entered the examine. Blessing scarcely confined her contempt wondered shy.

Recent Posts

  • All Post
  • Accounting
  • Bangladesh
  • BBA
  • Commercial Law
  • Education
  • Management
  • Place
  • Politics
  • Rajshahi
  • Social Media
  • Sports
  • Tips
  • Uncategorized

Explore Rajshahi City

Questions explained agreeable preferred strangers too him her son. Set put shyness offices his females him distant.

Join Rajshahi Mirror!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

Categories

Recent Post

  • All Post
  • Accounting
  • Bangladesh
  • BBA
  • Commercial Law
  • Education
  • Management
  • Place
  • Politics
  • Rajshahi
  • Social Media
  • Sports
  • Tips
  • Uncategorized

All Rights Reserved to Rajshahi Mirror

Designed & Developed by M.S. Arefin